• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ৬ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বেরিস একিনজির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা ও ড. আতিক মুজাহিদ। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রস্তুতি, সংস্কার সম্পর্কিত বিশেষত সংবিধান সংস্কার নিয়ে বিশদ আলোচনা হয়।

তুরস্কের সাথে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, ইয়ুথ এক্সচেঞ্জ, রোহিঙ্গার প্রত্যাবাসনসহ দেশের সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্ত্রী কে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির মনোনয়ন না পেয়ে বিপক্ষে কাজ করলেই বহিষ্কার
বিএনপির মনোনয়ন না পেয়ে বিপক্ষে কাজ করলেই বহিষ্কার
বাংলাদেশের নির্বাচনের অপেক্ষায় তুরস্ক: খসরু
বাংলাদেশের নির্বাচনের অপেক্ষায় তুরস্ক: খসরু
সবদল একমত হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব
সবদল একমত হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব