• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পেল কক্সবাজার বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক    ১৩ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। বিষয়টি সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Civil Aviation Rules, 1984 এর Rule 16 অনুযায়ী, Sub-rule (1)-এ প্রদত্ত ক্ষমতাবলে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, "জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।"

উল্লেখ্য, কক্সবাজার পর্যটননির্ভর একটি এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি জানিয়ে আসছিল স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী মহল। এ ঘোষণার ফলে আন্তর্জাতিক পর্যটক ও বিনিয়োগকারীদের আগমন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
পুলিশে বড় রদবদল
পুলিশে বড় রদবদল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল