• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ অক্টোবর ২০২৫, ০১:২৮ পি.এম.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগৃহীত ছবি

আসন্নজুলাই সনদ সই  অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই সই অনুষ্ঠানের মাধ্যমে সনদের কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না। এটি কেবল আনুষ্ঠানিকতা হিসেবেই সীমাবদ্ধ থাকবে।”

এনসিপির দাবি, সনদে আইনি ভিত্তি না থাকলে এটি আগের ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতোই একপাক্ষিক দলিলে পরিণত হবে। দলটি একাধিকবার সনদে আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথা জানালেও সে বিষয়ে এখনো স্পষ্টতা আসেনি বলে অভিযোগ করেছে তারা।

তবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঐকমত্য কমিশন যেহেতু সনদ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করেছে, তাই এনসিপি পরবর্তী ধাপগুলোতে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে পরবর্তীতে দলটি সই প্রক্রিয়ায় যোগ দিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী