• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসি সচিবের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ১২:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ে উপস্থিত হন। বৈঠকের বিষয় ছিল দলটির প্রতীক বাছাই। 

সূত্র জানায়, আজই এনসিপির জন্য প্রতীক বাছাইয়ের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বেছে নিলে কমিশন নিজ সিদ্ধান্তে দলটির জন্য প্রতীক নির্ধারণ করবে।

এর আগে, নির্বাচন কমিশন নির্বাচনী বিধিমালায় তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্যে থেকে একটি বেছে নিতে এনসিপিকে চিঠি পাঠায়। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কেবল ‘শাপলা’ প্রতীকেই নিবন্ধন চায় এবং কোনো বিকল্প বিবেচনা করছেন না।

ভিওডি বাংলা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের