• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভিনেতা ইরেশ যাকেরসহ ২ জনকে অব্যাহতির সুপারিশ

আদালত প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পি.এম.
অভিনেতা ইরেশ যাকের। সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকের ও ফোরথর্ট পিআরের ব্যবস্থাপনা পরিচালক ইকরাম মঈন চৌধুরীকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সাজ্জাদ রোমন গত ৯ অক্টোবর আদালতে এ সংক্রান্ত অন্তবর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে ইরেশ যাকের ও ইকরাম মঈন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন—এমন কোনো প্রত্যক্ষদর্শী বা সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। ঘটনাস্থলে তাদের উপস্থিতি বোঝানোর মতো স্থিরচিত্র, ভিডিও ফুটেজ বা অন্য কোনো দালিলিক প্রমাণও মেলেনি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তদন্তে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাময়িকভাবে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তবে ভবিষ্যতে নতুন কোনো প্রমাণ বা সাক্ষ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় তার ভাই মোস্তফিজুর রহমান বাপ্পী গত ২৭ মার্চ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মিরপুর মডেল থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪০৭ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল মিরপুর মডেল থানার সামনে পৌঁছালে আসামিদের নির্দেশে দলীয় নেতাকর্মীরা হামলা চালায়। এসময় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট, শটগান, রাইফেলের গুলি ছোড়া হয় এবং ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মাহফুজ আলম শ্রাবণ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
চিফ প্রসিকিউটর গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি শুরু
গুম-নির্যাতনে মামলা শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি শুরু
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে সালমান-আনিসুল
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে সালমান-আনিসুল