• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতান্ত্রিক উত্তরণের মাহেন্দ্রক্ষণে হঠকারিতার অবকাশ নেই: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পি.এম.
কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। সংগৃহীত ছবি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মাহেন্দ্রক্ষণে কারোরই হঠকারিতার সুযোগ নেই। আগামী ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বিচার ও সংস্কারের ধারায় গণতন্ত্রের অভিযাত্রা এগিয়ে নিতে হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পার্টির সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে জীবন-জীবিকা নিশ্চিত, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ ও অবাধ নির্বাচনের দাবিতে আট দফা তুলে ধরা হয়।

সাইফুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের তাৎপর্য অনুধাবন করতে পারেনি। ফলে গত ১৪ মাসে বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের সাফল্য অনেকটাই সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। পক্ষপাতমূলক আচরণ পরিহার করে সবাইকে আস্থায় নিতে হবে। ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচনই সরকারকে মুক্তি দিতে পারে।’

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে টাকার খেলা ও পেশিশক্তির দৌরাত্ম্য দেখতে চাই না। নচেৎ সংসদ আবারও বিত্তবানদের ক্লাবে পরিণত হবে।’

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, ‘গত ১৪ মাসে দারিদ্র্য, বেকারত্ব ও না খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। বাজারের আগুনে মানুষ দিশেহারা।’

রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন, মাহমুদুল হাসান পিপলু প্রমুখ।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে গণমিছিল বের হয়ে বিজয়নগর হয়ে সেগুনবাগিচায় পার্টি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত