• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক    ২৬ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। ছবি: সংগৃহীত

জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। আগের অবস্থা বহাল করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল।  

এক ঘণ্টার বৈঠক শেষে বিএনপি চেয়ারপারমনের উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনের প্রস্তাব ছিল না। বিএনপি এর সঙ্গে একমত পোষণ করে না, এটি গ্রহণযোগ্য নয়।
 
মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন, আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে বলে বিএনপি মনে করে। উপদেষ্টা পর্যায়েও চিঠি দেয়া হবে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী