• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আওয়ামী লীগ একটা মরা হাতি: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পি.এম.
দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে ডেথ চ্যাপ্টার। এখন এটা যেহেতু মরা হাতি। এটাকে যে যার মতো করে লাথি দিতে পারে, এটা খুব সহজ। কারণ এটা আর মূল ধারায় আসবে না। যদি আমরা একসঙ্গে থাকি। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে নাগরিক কোয়ালিশন, ব্রেইন, ভয়েস রিফর্ম, ইনোভিশন ও ফিনটেক সোসাইটি আয়োজিত ‘ইকোনমিক রিফর্ম সামিট’-এর দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। 

হাসনাত বলেন, আমরা যদি আবার বিভিন্ন বর্গে, সূত্রে ভাগ হয়ে যাই, তখন আমাদের জন্য কঠিন হবে। এছাড়া আওয়ামী লীগ বিভিন্ন নামে ফিরে আসতে পারে। এটা তাদের ধর্ম। কারণ তাদের একটা কেবলা আছে। একটা ধর্মে যা যা থাকে তার সব আসে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।  

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের জুলাইয়ের সংগ্রামের ইতিহাসকে লিপিবদ্ধ করতে হবে, যাতে করে এটাকে এলোমেলো করা না যায়। সঠিক দৃশ্যটা যেন সবার সামনে আসে। 

তিনি বলেন, এখানে অনেক ধরণের মিরর থাকবে। আমি জুলাইকে যেভাবে দেখেছি। এখানে অনেকে আছেন তাদের দৃষ্টিভঙ্গি এক না। তারা তাদের মতো করে বর্ণনা করবে। এজন্য প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি উঠে আসা উচিত। 

এনসিপির এ নেতা বলেন, ইতিহাসে ভালো-খারাপ বলে কিছু নাই। ইতিহাসের পরিমাণগত, উদ্দেশ্যগত এবং মূল্যায়ন সম্ভব না। এজন্য আমাদের প্রত্যেকের ইতিহাস লেখা উচিত। যাতে করে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি দেখে মানুষ বুঝতে পারে, কোনটা সঠিক, কোনটা ভুল। যার কাছে যেটা সঠিক মনে হবে, নায্য মনে হবে সেটা বাছাই করে যেন সঠিকটা অনুধাবন করতে পারে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের