• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ ও সংস্কারের গণভোট জরুরি: তাহের

নিজস্ব প্রতিবেদক    ২৯ অক্টোবর ২০২৫, ১২:২৭ পি.এম.
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের-ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ ও সংস্কারের ওপর আলাদা গণভোটের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেছেন, “আমরা আশা করছি জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে কোনো কারণে নির্বাচন সময়মতো না হলেও জুলাই সনদ পাশ করা আবশ্যক।”

ডা. তাহের বলেন, “গণভোট হচ্ছে জুলাই সনদ ও সংস্কারের ব্যাপারে জনমত যাচাই, আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্রক্ষমতার নির্ণয়। দুটি নির্বাচনের চরিত্র ভিন্ন। এগুলো একসাথে করা সঠিক নয়, এতে জুলাই সনদ অনিশ্চয়তার মুখোমুখি হতে পারে।”

বুধবার (২৯ অক্টোবর) সকালে মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস