• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নির্বাচনের আগে গণভোট জরুরি: জামায়াত

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পি.এম.
জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে জামায়াতে ইসলামি-ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জোর দিয়ে বলেছেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা অপরিহার্য। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, ২৫টি রাজনৈতিক দল মিলে ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছে এবং সনদ অনুযায়ী দ্রুত গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।

মাওলানা আব্দুল হালিম আরও স্পষ্ট করেন, জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত নয়। নভেম্বরের মধ্যেই গণভোট শেষ করতে হবে।

তিনি জানান, সংসদের সংশোধিত আরপিও (জনপ্রতিনিধিত্ব আদেশ) নিয়ে কিছু দল সংশোধনী আনার দাবি করেছে। জামায়াতের অবস্থান হলো, আরপিও হুবহু বহাল রাখা উচিত।

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আট দলের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ৩ নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

মাওলানা আব্দুল হালিম আরও উল্লেখ করেন, যারা জুলাই চেতনার বিপরীতে কাজ করবে, তারা জনগণের কাছে নিগৃহীত হবে। তাই গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল
খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল
নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ: নজরুল ইসলাম খান
নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ: নজরুল ইসলাম খান
দুর্নীতিবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি: তারেক রহমান
দুর্নীতিবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি: তারেক রহমান