• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জকসু

নির্বাচনে লড়বেন ১৫ মাস কারাভোগ করা খাদিজাতুল কুবরা

জবি প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ১০:২১ পি.এম.
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। সংগৃহীত ছবি

আওয়ামী দুঃশাসনের রোষানলে পড়ে ১৫ মাস কারাবন্দী থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা এবার লড়বেন ছাত্রসংসদ নির্বাচনে। আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাদিজা বলেন, ‘আসন্ন জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনস্থির করেছি। তবে কোন পদে এবং কোন প্যানেল থেকে দাঁড়াব, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। খুব শিগগির বিষয়টি জানাব।

নিজের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে তিনি জানান, ‘প্রথমত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করতে কাজ করব। শিক্ষার্থীদের আবাসন সংকট ও ক্যান্টিনের মান উন্নয়নের উদ্যোগ নেব। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন হেনস্তার শিকার না হয়, সেটাও আমার অঙ্গীকার।’

শিক্ষার্থীদের স্বনির্ভরতার সুযোগ তৈরি করতেও কাজ করতে চান খাদিজা। তার ভাষায়, ‘অনেক শিক্ষার্থী টিউশন করাতে গিয়ে হেনস্তার শিকার হন। আমি চাই, তারা টিউশন না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে খরচ চালাতে পারেন। এজন্য ইতোমধ্যে কাজ শুরু করেছি। পাশাপাশি প্রাইভেট হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন স্বল্প খরচে চিকিৎসাসেবা পেতে পারেন, সে ব্যবস্থাও করব।’

নিজে অন্যায়ের শিকার হওয়ায়, বিচারহীনতার বিরুদ্ধেও কাজের অঙ্গীকার করেছেন তিনি। ‘আমার মতো কোনো শিক্ষার্থী যেন বিনা বিচারে জেল না খাটে, সেটিই আমার অন্যতম লক্ষ্য।’

খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

২০২০ সালের অক্টোবরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বক্তব্য প্রচার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে কলাবাগান ও নিউমার্কেট থানায় দুটি মামলা করা হয় তার বিরুদ্ধে। ওই মামলায় তিনি প্রায় ১৫ মাস কারাভোগ করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ