• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুগল ম্যাপে আসছে বিদ্যুৎ-সাশ্রয়ী নতুন ফিচার

ভিওডি বাংলা ডেস্ক    ২ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেভিগেশন সেবা গুগল ম্যাপে যুক্ত হচ্ছে নতুন এক আকর্ষণীয় ফিচার। অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড সংস্করণে ‘পাওয়ার সেভিং মোড’ বা বিদ্যুৎ-সাশ্রয়ী মোড যোগ করার কাজ চলছে।

এই মোডটি ফোনের নিজস্ব ব্যাটারি সেভিং সিস্টেম থেকে আলাদা কাজ করবে। অর্থাৎ ফোনের ব্যাটারি সেভ মোড অন বা অফ-উভয় অবস্থাতেই এটি সক্রিয় হতে পারবে।

প্রতিবেদনে বলা হয়, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের বিটা (Beta) সংস্করণের কোডে নতুন এই ফিচারের অস্তিত্ব ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, ফোনের পাওয়ার বাটন চেপে ধরলে এই পাওয়ার সেভিং মোডটি সক্রিয় হবে। আর এটি চালু হলে ম্যাপের পুরো ইন্টারফেস মনোক্রোম (Monochrome) রূপে পরিবর্তিত হয়ে যাবে, মানে একরঙা বা সাদা-কালো স্ক্রিনে দেখা যাবে।

এর ফলে স্ক্রিনে জায়গার নাম, ভবন বা সড়কের রঙিন চিহ্নগুলো আর দেখা যাবে না। শুধু দিকনির্দেশনার তীরচিহ্ন, পৌঁছানোর সম্ভাব্য সময় এবং দূরত্ব-এসব মৌলিক তথ্যই দৃশ্যমান থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই ফিচারটি এখনো প্রকাশের পূর্ব পর্যায়ে রয়েছে এবং গুগল এর ওপর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তাই চূড়ান্ত সংস্করণে কিছু পরিবর্তনও আসতে পারে।

এছাড়াও জানা গেছে, নতুন এই পাওয়ার সেভিং মোড হাঁটার সময়, গাড়ি চালানোর সময় ও মোটরসাইকেল ভ্রমণের সময় কাজ করবে। তবে পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন রুটে এটি কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

তবে সবচেয়ে ভালো দিক হলো, এই মোডে অডিও সাপোর্ট বা ভয়েস গাইডেন্স থাকবে। অর্থাৎ, স্ক্রিন একরঙা হয়ে গেলেও ব্যবহারকারী কণ্ঠনির্দেশনা শুনে গন্তব্যে পৌঁছাতে পারবেন, ফলে দিক হারানোর আশঙ্কা থাকবে না।

বর্তমানে ফিচারটি সীমিত পর্যায়ে পরীক্ষা চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: জিও নিউজ

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একই ফোনে দুটি WhatsApp অ্যাকাউন্ট চালানো এখন সহজ
একই ফোনে দুটি WhatsApp অ্যাকাউন্ট চালানো এখন সহজ
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার