• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ ছাড়তে বাধ্য হই: উষা

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৬:৫১ পি.এম.
ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ উষা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ উষা বলেছেন, ‘সবাই জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমার পরিবার নানা হয়রানি-নির্যাতনের শিকার হই। আমার বাবা( বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ) সেই সরকারের হয়রানির শিকার হয়ে মৃত্যুবরণ করেন। আমিও নির্যাতন হয়রানি সহ্য করতে না পারে অসুস্থ হয়ে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হই। ইনশাল্লাহ এখন সুস্থ আছি।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের মাঝে ফিরে এসেছি; ইনশাল্লাহ আমার বাবা সারাজীবন আপনাদের জন্য কাজ করে গেছেন, আপনাদের সাপোর্ট পেয়েছেন। আমিও আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা সবাই আমার পাশে থাকবেন। সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১২ আসনে সাইফুল আলম নিরব ভাইকে দলের প্রার্থী মনোনীত করেছেন। আমিও আমার সাধ্যমত নিরব ভাইয়ের জন্য ধানের শীষের পক্ষে কাজ করে যাব।’

শনিবার (৮ নভেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর মগবাজারের আমতলায় ফাহমিদা মজিদের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নিরব।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের