• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা উত্তর বিএনপি

মোহাম্মদপুর থানা ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ১০:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানা ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কে বহিষ্কারের পর এবার পুরো কমিটি স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

‎এর আগে গত ১২ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপির মোহাম্মদপুর থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপুকে বহিষ্কার করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস