• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারাদেশে প্রাথমিক শিক্ষকের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০৯:২৬ এ.এম.
প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অব্যাহত। ফাইল ছবি

তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে সারাদেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

রোববার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখছেন শিক্ষকরা।

এর আগে, শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষক আহত হন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

এ ঘটনার পর সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ দাবিদাওয়া বাস্তবায়ন ও পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। পাশাপাশি শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

শিক্ষকদের তিন দফা দাবি:

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ

উচ্চতর গ্রেড জটিলতার স্থায়ী সমাধান

সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা

শিক্ষকদের মতে, এই আন্দোলন কেবল বেতন বৃদ্ধির জন্য নয়; এটি প্রাথমিক শিক্ষা শক্তিশালী করা এবং শিক্ষক পেশার মর্যাদা ও প্রণোদনা নিশ্চিত করার দাবিও।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণবদলি ও শোকজের মুখে পরীক্ষায় ফিরলেন প্রাথমিক শিক্ষকরা
গণবদলি ও শোকজের মুখে পরীক্ষায় ফিরলেন প্রাথমিক শিক্ষকরা
অধ্যাদেশের দাবিতে ফের রাস্তায় ৭ কলেজের শিক্ষার্থীরা
অধ্যাদেশের দাবিতে ফের রাস্তায় ৭ কলেজের শিক্ষার্থীরা
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি