• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বনানী থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ০৩:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামকে মানবপাচার মামলায় গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ নির্দেশ দেন। আদালত বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে আসামিকে অবৈধভাবে মুক্তি দিয়েছেন বনানী থানার ওসি, যা দেশের বিচারব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

এর আগে তলবের পর আদালতে হাজির হয়ে লিখিত ও মৌখিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ক্ষমা চান ওসি মো. রাসেল সরোয়ার।

গত ১০ নভেম্বর রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছিলেন ফখরুল ইসলাম। কিন্তু অসুস্থতার অজুহাত দেখিয়ে তাকে এক আইনজীবীর জিম্মায় মুক্তি দেয় বনানী থানা পুলিশ।

গত ৪ নভেম্বর মানবপাচার ও প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফখরুল ইসলাম ও তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন।

মামলায় অভিযোগ করা হয়-বিদেশে কর্মসংস্থানের কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিলেও নির্ধারিত সময়ের মধ্যে তাদের পাঠানো হয়নি। বরং সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। ব্যবসায়ী ফখরুলের বিরুদ্ধে প্রতারণা ও মানবপাচার আইনে আগেও একাধিক মামলা রয়েছে, যেগুলো থেকে আইনগত ফাঁকফোকর ব্যবহার করে তিনি বেরিয়ে গিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর