• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খতমে নবুওয়ত মহাসম্মেলন

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

নিজস্ব প্রতিবেদক    ১৫ নভেম্বর ২০২৫, ১০:০৬ এ.এম.
সকাল থেকেই লাখো মানুষের ঢল-খতমে নবুওয়ত মহাসম্মেলনে পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান-ছবি সংগৃহীত

আন্তর্জাতিক খতমে নবুওয়তের মহাসম্মেলন আজ। এতে যোগ দিতে মানুষ পায়ে হেঁটে, নিজস্ব পরিবহন, বাস ও মেট্রোরেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। 
 
শনিবার (১৫ নভেম্বর) ভোর থেকেই জমায়েত হতে থাকা এ সম্মেলনটি সকাল ৯টায় শুরু হয়ে চলবে দুপুর পর্যন্ত।

আয়োজক কমিটি জানায়, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের উদ্দেশ্যে আয়োজিত এ সম্মেলনে লাখো মানুষের উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যানকে এক ঐতিহাসিক দৃশ্যে পরিণত করেছে। 

সম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

আয়োজকদের পক্ষ থেকে মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পাকিস্তান, ভারত, মিসরসহ বিভিন্ন দেশের শীর্ষ আলেমরা উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন-জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, মাওলানা ইলিয়াছ গুম্মান এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

বাংলাদেশ থেকেও হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অর্ধশতাধিক আলেম উপস্থিত রয়েছেন।

এখানে উল্লেখযোগ্য, ‘খতমে নবুওয়ত’ অর্থ হলো নবুওয়তের সমাপ্তি। ইসলামী বিশ্বাস অনুযায়ী হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে মান্য করাকেই খতমে নবুওয়ত বলা হয়। কোরআনের সুরা আহজাবের ৪০ নম্বর আয়াতে এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে-নবীজি (সা.) সর্বশেষ নবী।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার