• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১০টি ভুল যা বারবার নষ্ট করে আপনার ফোনের চার্জার

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ, আর তার সচলতা ধরে রাখে ছোট্ট একটি ডিভাইস-চার্জার। কিন্তু অনেক সময় আমাদের ব্যবহারের ভুলের কারণে চার্জার বারবার নষ্ট হয়, ব্র্যান্ডেড হলেও টিকে না। নিচে সেই সাধারণ ভুলগুলো, কেন হয় এবং কীভাবে এড়ানো যায় তা বিস্তারিতভাবে দেওয়া হলো:

চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা:
গেম খেলা, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং চার্জিং চলাকালীন করলে চার্জার ও কেবল অতিরিক্ত গরম হয়।
কী করবেন: ভারী কাজ এড়িয়ে চার্জিং চলাকালীন ফোন বিশ্রামে রাখুন।

কম দামের নকল চার্জার ব্যবহার:
সস্তা চার্জারে প্রোটেকশন সার্কিট থাকে না, যা ভোল্টেজ ওঠানামা হলে ক্ষতির কারণ হতে পারে।
কী করবেন: ব্র্যান্ডের অরিজিনাল বা সার্টিফায়েড চার্জার ব্যবহার করুন।

কেবল টেনে ছেঁড়া:
ফোন থেকে কেবল টানলে জংশন লুজ হয়ে ভেতরের তার ছিঁড়তে পারে।
কী করবেন: প্লাগ ধরে কেবল খুলুন, কখনো টানবেন না।

চার্জার সবসময় সকেটে রাখা:
অব্যবহৃত চার্জার সকেটে রাখলে সার্কিটে ক্রমাগত লোড থাকে।
কী করবেন: কাজ শেষে চার্জার খুলে রাখুন।

আর্দ্র জায়গায় চার্জার ব্যবহার:
বেড, রান্নাঘর বা বাথরুমের কাছে চার্জ করলে আর্দ্রতা সার্কিট নষ্ট করতে পারে।
কী করবেন: শুকনো ও হাওয়া চলাচল আছে এমন জায়গায় চার্জ দিন।

লো-কোয়ালিটি মাল্টিপ্লাগ ব্যবহার:
সস্তা মাল্টিপ্লাগে ভোল্টেজ ওঠানামা বেশি, চার্জার দ্রুত নষ্ট হয়।
কী করবেন: সার্জ প্রোটেকশনসহ ভালো মানের মাল্টিপ্লাগ ব্যবহার করুন।

মোবাইল কেস না খুলে চার্জ করা:
মোটা কেসে ফোন গরম হলে চার্জারের সার্কিটে চাপ পড়ে।
কী করবেন: বেশি গরম হলে কেস খুলে চার্জ দিন।

গাড়িতে নকল কার চার্জার ব্যবহার:
নকল চার্জার ভোল্টেজ শক সামলাতে পারে না।
কী করবেন: ব্র্যান্ডেড বা সার্টিফায়েড কার চার্জার ব্যবহার করুন।

অতিরিক্ত লম্বা বা ছোট কেবল ব্যবহার:
অত্যন্ত লম্বা বা ছোট কেবল চার্জারকে অতিরিক্ত গরম করে।
কী করবেন: স্ট্যান্ডার্ড মাপের কেবল ব্যবহার করুন।

চার্জার ঢেকে রাখা বা বালিশের নিচে রাখা:
বালিশ বা বইয়ের নিচে চাপা দিলে চার্জার দ্রুত গরম হয়।
কী করবেন: চার্জার সবসময় খোলা জায়গায় রাখুন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একই ফোনে দুটি WhatsApp অ্যাকাউন্ট চালানো এখন সহজ
একই ফোনে দুটি WhatsApp অ্যাকাউন্ট চালানো এখন সহজ
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার