• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের মঙ্গলের জন্য বিএনপির বিকল্প নেই: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই। তিনি বলেন, “যদি দেশের মঙ্গল চান, তাহলে আগামী নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই।”

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দেশে জনবল থাকা সত্ত্বেও বিভিন্ন বন্দর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিদেশি  এনে নিয়োগ দেওয়া যা তিনি “অযোগ্যতার স্পষ্ট নিদর্শন” বলে মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ যেমন সৎ, তেমনি যোগ্য। আমাদের মানুষ বিদেশেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। সেখানে নিজের বন্দর নিজেরা চালাতে পারব না এটা কোনোভাবেই মানা যায় না।”

আমরা চাই—একটি নির্বাচিত সরকার আসুক। নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে। বন্দর কাউকে দেওয়া হবে না আমরা নিজেরাই পরিচালনা করব। যদি আমরা চাই, বাংলাদেশের মানুষ নিজেরাই সবকিছু চালাতে পারে। প্রয়োজন শুধু তাঁদেরকে দক্ষ করে গড়ে তোলা।

তিনি হাইকোর্টকে সাময়িক নিষেধাজ্ঞার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ করা প্রয়োজন।

ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ করে আবদুস সালাম বলেন, আপনি অল্প সময়ের জন্য এসেছেন। তাই কোনো ‘সংবেদনশীল সিদ্ধান্ত’নিয়েন না। “বাংলাদেশের মানুষ অন্যায়কে কখনো ক্ষমা করে না। 

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিলম্বের সমালোচনা করে তিনি বলেন, “নির্বাচন পিছিয়ে দিলে আরও জনঅসন্তোষ বাড়বে। ফেব্রুয়ারির নির্বাচন হতেই হবে—এর কোনো বিকল্প নেই।”

তিনি দাবি করেন, আওয়ামী লীগ অতীতে নির্বাচন এড়িয়ে যেতে চেয়েছিল, কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল। 

তিনি বলেন,হাসিনা চাইতেন না নির্বাচন হোক। কেন? কারণ নির্বাচন হলে তারেক রহমান এসে দেশ পরিচালনা করবেন এই ভয় থেকেই তিনি নির্বাচন এড়িয়ে যেতে চাইতেন। ৫ আগস্টের পরিবর্তনের পরও দুই-একটি দল এখনো বলছে—নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। আমরা কি ক্ষমতায় আসার জন্য দোষী? ক্ষমতা তো জনগণই দেয়। জনগণ যদি বিএনপিকে চায়, তাহলে কার সমস্যা? জনগণ বিএনপিকে চায় কারণ বিএনপির এমন একটি অতীত আছে—যে অতীত নিয়ে বিএনপি গর্ব করতে পারে।

আবদুস সালাম স্বাধীনতা যুদ্ধে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন: “আপনারা দেশের পক্ষে কী অবদান রেখেছেন?” আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রণাঙ্গনের যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর আন্দোলন সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আপনারা কি করেছেন? 

তিনি বলেন, বিএনপির অতীত ও নেতৃত্বের প্রতি জনগণের আস্থা রয়েছে, তাই তারা বিএনপিকে সমর্থন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান ,বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন,জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের