• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না জামায়াত: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পি.এম.
জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। তবে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ব্যাপার সরকারকে দেখতে হবে।

রোববার (২৩ নভেম্বর) ঢাকায় কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে টেকনিক্যাল সাপোর্ট তারা দেবেন এমন কথা হয়েছে।
 
গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়েছে, সঙ্গে এসেছে সংস্কার ইস্যুও এই বিষয়গুলো জনগণের সামনে আনার ব্যাপারেও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
 
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরাও দেখছি না যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে। আবার আমরা ভাগ বাটোয়ারার রাজনীতি করি না।
 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী