• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইশরাককে শুভেচ্ছা জানালেন ঢাকা উত্তর দক্ষিণ মুক্তিযুদ্ধের প্রজন্ম

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পি.এম.
ইশরাককে ফুলেল শুভেচ্ছা ঢাকা উত্তর দক্ষিণ মুক্তিযুদ্ধের প্রজন্মের। ছবি: ভিওডি বাংলা

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহবায়ক হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মনোনীত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।

মঙ্গলবার ২৫ নভেম্বর গুপিবাগের ইশরাক হোসেনের বাসায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময়  সংগঠন দ্বয়ের নেতৃবৃন্দরা বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সুদীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি আরও গতিশীল, কর্মমুখী ও যুগোপযোগী ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

তারা বলেন ,তরুণ প্রজন্মকে সংগঠিত করে জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে ইশরাক হোসেনের অভিজ্ঞতা ও দূরদর্শিতা সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

ঢাকা মহানগর উত্তর - দক্ষিণ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাফল্য কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি, মোঃ সাইফুল ইসলাম,ঢাকা মহানগর উত্তর সভাপতি মো ওবায়দুল রহমান অটল,জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ
সাধারণ সম্পাদক, তানভীর ভুঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মোঃ বকুল মিয়া।

সোমবার ২৪ নভেম্বর,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অনুমোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে এ কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী