• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাষানটেকে জামায়াতের যুব-ছাত্র নাগরিক গণসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ২৮ নভেম্বর ২০২৫, ১০:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা–১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালেদুজ্জামানের উদ্যোগে রাজধানীর ভাষানটেক বি আর পি মাঠে যুব–ছাত্র নাগরিক গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকেই সমাবেশস্থলে ছুটে আসতে শুরু করেন নেতা-কর্মী ও সমর্থকরা। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সকাল থেকে সরেজমিনে দেখা গেছে-সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে বৃহদাকৃতির মঞ্চ, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও এলইডি স্ক্রিন। নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিতে থাকায় পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সমাবেশে আগত সাধারণ মানুষের সুবিধার্থে রাখা হয়েছে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প, টয়লেট ব্যবস্থা ও জরুরি সার্ভিস।

ঢাকা মহানগর উত্তরের আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালেদুজ্জামান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী