নির্বাচনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান ধর্ম উপদেষ্টার

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে—এমন কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটির আয়োজন করে ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন (ইকরা)।
ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না। ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দেবেন কেবল প্রকৃত হাক্কানি আলেম-ওলামারা। কোনো ধরনের অপব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না।
তিনি বলেন, আমরা এমন কোনো কাজ করবো না, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। দায়িত্বশীল ভূমিকা পালন করতেই হবে।
ড. খালিদ আরও বলেন, বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রতিবছর বাংলাদেশের হাফেজ ও কারিরা পুরস্কার পাচ্ছেন—এটি দেশের জন্য গর্বের বিষয়। ইসলামিক ফাউন্ডেশনের নিখুঁত বাছাই প্রক্রিয়ার কারণে এ সাফল্য সম্ভব হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি হাফেজ, কারি, ইমাম ও মুয়াজ্জিনদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দেন।
তিনি বলেন, ইসলাম, আল্লাহ, কোরআন, হাদিস, কবর, হাশর, জান্নাত-জাহান্নামসহ শরিয়ত ও মারফতের বিষয়গুলো ব্যাখ্যা করবেন যোগ্য আলেমরা। অজ্ঞ ব্যক্তিদের ব্যাখ্যা বিভ্রান্তি, উত্তেজনা ও ধর্মীয় অবমাননার কারণ হতে পারে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিচার কাজ করবে আইন, আদালত ও সরকার। তাই সবাইকে আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।
ইকরার সভাপতি শেখ কারি আহমেদ বিন ইউসুফ আল-আযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার ডিআইজি এজাজ আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হারুনুর রশিদ। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, কারি ও আলেম-ওলামারাও সম্মেলনে অংশ নেন।
ভিওডি বাংলা/ আরিফ







