• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির সময়ে ক্যাপিটাল মার্কেটে ধস নামেনি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ০২:১০ পি.এম.
আমীর খসরু মাহমুদ চৌধুরী-ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নেমে আসেনি এবং ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যাও দেখা যায়নি। তিনি বলেন, “আমরা পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করিনি। আমাদের সময় ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যা হয়নি, আগামী দিনেও হবে না ইনশাল্লাহ।”

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এ তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে হলেও তার সুফল জনগণের কাছে পৌঁছায়নি, বরং একটি অর্গানাইজড গোষ্ঠীর কাছে গিয়েছে।

খসরু বলেন, “রাজনীতিকে যেভাবে আমরা গণতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছি, অর্থনীতিকেও তেমনভাবে অর্থনৈতিক গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। শুধু রাজনৈতিক গণতন্ত্র যথেষ্ট নয়। আমাদের অর্থনীতিতে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও জানান, আগামী ১৮ মাসে দেশের জন্য ১ কোটি চাকরির প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত