খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে এবং গত তিন দিন ধরে তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, “গত তিন দিন ধরে তার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তিনি চিকিৎসা নিতে পারছেন—এটিই ইতিবাচক দিক। চিকিৎসা দেওয়া চিকিৎসকদের দায়িত্ব, আর সুস্থ করা আল্লাহর হাতে। সবাই তার জন্য দোয়া করবেন।”
বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ইংল্যান্ড, সৌদি আরব, চীন, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের যৌথ পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। আন্তর্জাতিক মানের সব সেবা তিনি বাংলাদেশেই পাচ্ছেন। বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব নয়। তিনি কিছুটা সুস্থ হলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে এ বিষয়ে জানানো হবে।
হাসপাতালে ভিড় নিয়ে ডা. জাহিদ বলেন, এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া ছাড়াও তিন শতাধিক রোগী ভর্তি আছেন। এমন পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় হলে অন্যান্য রোগীর চিকিৎসা ব্যাহত হয়। তাই কাউকে হাসপাতালে না আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “নিজ নিজ অবস্থান থেকে তার জন্য দোয়া করুন।”
তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসা সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন তাঁর ছেলে তারেক রহমান। বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাপনা দেখভাল করছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। হাসপাতালে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত আছেন।
ভিওডি বাংলা/ আরিফ







