• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণভোটে হাঁ এর পক্ষে প্রচারণা চালোনোর আহ্বান সাইফুল হকের

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৭:২১ পি.এম.
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: ভিওডি বাংলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি  জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসাবে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে হাঁ তেই ভোট দেবে। একইসাথে তিনি দেশবাসীকে হাঁ তেই ভোট দিতে উদাত্ত আহ্বান জানিয়েছেন। 

রোববার ( ৩০ নভেম্বর) সকালে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে "গণভোট, জুলাই সনদ ও দেশের গণতান্ত্রিক উত্তরণ" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য তিনি এ কথা বলেন। 

সাইফুল হক বলেন,  গণভোটে উত্থাপিত প্রশ্নসমুহের ধরন নিয়ে আপত্তি থাকলেও গণঅভ্যুত্থানের রাজনৈতিক অর্জন ধরে রাখতে হাঁ সূচকেই ভোট দেয়া প্রয়োজন। 

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গণভোটের চারটি ভিন্ন ভিন্ন প্রশ্নের একটি মাত্র উত্তর দেয়ার বিধান রাখায় বড় বিভ্রান্তি তৈরী হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে গণভোটে প্রত্যাশিত ফলাফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেথা দিয়েছে।

তিনি বলেন, কোন কারণ গণভোটে না ভোট বেশী পড়লে তা জুলাই  গণঅভ্যুত্থান ,জুলাই সনদসহ আমাদের নানা অর্জনকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। 

সাইফুল বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তার সাংগঠনিক জেলাওসমূহে গণভোটে হাঁ এর পক্ষেই প্রচারণা চালাবে। তিনি সরকার, নির্বাচন কমিশন ও জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলসমূহকে  গণভোটের বিষয়াবলী তুলে ধরে হাঁ এর পক্ষে জনমত গঠনে এগিয়ে আসতে সবার প্রতি অনুরোধ জানান।

তিনি আরোও বলেন, আগামী নির্বাচনকে বিতর্কিত করে তোলার কোন সুযোগ নেই। নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হলে পরবর্তী জাতীয় সংসদও প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। 

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়  আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ,  কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত