• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার জাতীয় পার্টিসহ ১৪ দলকে চিনতে পারে নাই : রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি সহ ১৪ দলকে এখনো চিনতে পারে নাই। কথাবার্তা পরিষ্কার, এখনো সময় আছে, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করুন। আওয়ামী লীগের মতই ১৪ দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন।

রোববার (৩০ নভেম্বর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ৫ দাবিতে ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে বিগত কয়দিন আমরা এক পাশ দিয়ে লাগাই আরেক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিড়ে। আমি চান্দা পার্টিকে বলতে চাই, ডা. শফিকুল রহমান, পীর সাহেব চরমোনাই, আল্লামা মামুনুল হক সহ আট দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিড়তে পারবেন, কিন্তু মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না। তাদের চাঁদাবাজি হিসাব করতে গেলে ক্যালকুলেটরে এখন আর ডিজিট উঠছে না, এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব নয়।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা আট দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের