হাসিনা, রেহানা-টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেবেন।
ইতোমধ্যে এ মামলায় রাষ্ট্রপক্ষে ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। অভিযোগে বলা হয়, শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। দুদকের উপপরিচালক সালাহউদ্দিন চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন এবং তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। গত ৩১ জুলাই আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করে।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও অনেকে। এদের মধ্যে খুরশীদ আলম বর্তমানে কারাগারে।
এর আগে ২৭ নভেম্বর তিন মামলায় শেখ হাসিনার ২১ বছর, এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর ও সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর কারাদণ্ড দেন অপর একটি আদালত।
সাজা হলে টিউলিপের ব্রিটিশ এমপি পদ ছাড়ার চাপ বাড়বে : পূর্বাচলের নতুন শহর প্রকল্পে দুর্নীতি করে প্লট নেওয়ার মামলায় ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৪৩ বছর বয়সি টিউলিপের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনা প্রথম প্রকাশ্যে আনে সংবাদমাধ্যম ডেইলি মেইল। এ অভিযোগের জেরে তিনি সিটি মিনিস্টারের পদ থেকেও সরে দাঁড়াতে বাধ্য হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, নতুন মামলার রায়ে দণ্ড হলে তার এমপি পদ ছাড়ার দাবি জোরালো হতে পারে। এদিকে বাংলাদেশে মামলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কয়েকজন ব্রিটিশ আইনজীবী বাংলাদেশ হাইকমিশনারের কাছে চিঠি দিয়েছেন।
ভিওডি বাংলা/জা







