• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ

লাইফস্টাইল    ১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

চিকিৎসাবিজ্ঞানে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মৌমাছির বিষে থাকা শক্তিশালী যৌগ মেলিটিন মাত্র এক ঘণ্টার মধ্যেই ১০০ শতাংশ স্তন ক্যানসার কোষ নিষ্ক্রিয় করতে সক্ষম। আশ্চর্যের বিষয়, এই বিষ শুধু ক্যানসার কোষকেই লক্ষ্য করে-সুস্থ কোষ অক্ষত থাকে।

গবেষকদের মতে, মেলিটিন কয়েক মিনিটের মধ্যেই ক্যানসার কোষের ঝিল্লি ভেঙে দেয়, ফলে তা দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়ে। প্রচলিত কেমোথেরাপির মতো সুস্থ টিস্যু ক্ষতিগ্রস্ত না হওয়ায় এটি ভবিষ্যতের লক্ষ্যভিত্তিক চিকিৎসা উদ্ভাবনে নতুন আশা জাগাচ্ছে।

পরীক্ষায় দেখা গেছে, এই যৌগটি বিভিন্ন ধরনের স্তন ক্যানসারের ক্ষেত্রেও কার্যকর, এমনকি যেসব আগ্রাসী ক্যানসার প্রচলিত চিকিৎসায় প্রতিরোধী সেগুলোর বিরুদ্ধেও সমান কার্যকরিতা দেখিয়েছে।

বর্তমানে গবেষকরা কৃত্রিম মেলিটিন তৈরি করে তা ক্যানসার চিকিৎসায় ব্যবহারযোগ্য করার ওপর কাজ করছেন। বিজ্ঞানীদের ধারণা, প্রকৃতির ভেতরে থাকা এই শক্তি ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় নতুন যুগের সূচনা করতে পারে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রিজের বরফ জমা মাছ-মাংস দ্রুত গলানোর নিরাপদ কৌশল
ফ্রিজের বরফ জমা মাছ-মাংস দ্রুত গলানোর নিরাপদ কৌশল
সিল্কি, শাইনি ও হেলদি চুলের জন্য ঘরোয়া সহজ টিপস
সিল্কি, শাইনি ও হেলদি চুলের জন্য ঘরোয়া সহজ টিপস
বার্ধক্য থামাতে ‘ন্যানোফ্লাওয়ার’ প্রযুক্তি
বার্ধক্য থামাতে ‘ন্যানোফ্লাওয়ার’ প্রযুক্তি