টপ নিউজ
খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের অনুরোধ বিএনপির
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পি.এম.

ছবি: সংগৃহীত
গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-র চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি।
সোমবার (১ ডিসেম্বর) বিএনপি'র মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানিয়েছেন চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র বা কারো বক্তব্য ব্যবহার না করার জন্য গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
তিনি আরো জানিয়েছে, চিকিৎসা বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হলেই তাৎক্ষণিকভাবে সবাইকে জানানো হবে।এ কারণে গুজব বা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে সজাগ থাকার অনুরোধ করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ







