• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাহিদ ইসলাম

গণ-অভ্যুত্থানের দায়িত্ব নিতে চায় না বিএনপি-জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সামনে নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে। ফলে সংস্কার নিয়ে এখনো সমঝোতা হয়নি’।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, নির্বাচনে একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে। এটি সেই পুরোনো আওয়ামী বিভাজনের রাজনীতি। কিন্তু গণ-অভ্যুত্থান এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠেই হয়েছে। তাই রাজনীতির প্রশ্নে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, 'এবারের ভোট সরকার পরিবর্তনের নয়, দেশ পরিবর্তনের। এবারের ভোট সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে। পতিত স্বৈরাচার ছাড়া কারও না-ভোটের পক্ষে থাকার কথা নয়। এরপরেও একটি দল সংস্কারের বিপক্ষে না-ভোটের ক্যাম্পেইন করতে পারে।'

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুফল নিচ্ছে বিএনপি-জামায়াত। আগামী নির্বাচনেও তারা এটা নেবে। কিন্তু তারা গণ-অভ্যুত্থানের দায়িত্ব নিতে চায় না। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা সাহায্যের জন্য তাদের কাছে গেলে তারা জাতীয় নাগরিক কমিটিকে (এনসিপি) দেখিয়ে দেয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী