• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসির নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক মনে করছেন ইইউ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক    ২ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পি.এম.
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের চলমান প্রস্তুতি ইইউ’র পক্ষ থেকে সন্তোষজনক হিসেবে মূল্যায়ন করা হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর)  ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

মাইকেল মিলার বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণে বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চায়। তারা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে আশাবাদী এবং নির্বাচন সংক্রান্ত সব ধরনের ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী।

তিনি আরও বলেন, লজিস্টিক ও সিকিউরিটির চ্যালেঞ্জ রয়েছে। নতুন ভোটারদের জন্য ভোটকেন্দ্রে উপযুক্ত পরিবেশ তৈরি করাও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে সিইসির পক্ষ থেকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানানো হয়েছে এবং ইইউর পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তাব এসেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশে বড় রদবদল
পুলিশে বড় রদবদল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল
১৬ মাসে হামলা–হুমকি–মামলার শিকার ১,০৭৩ সাংবাদিক : টিআইবি
১৬ মাসে হামলা–হুমকি–মামলার শিকার ১,০৭৩ সাংবাদিক : টিআইবি