• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এভারকেয়ারে

নিজস্ব প্রতিবেদক    ৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ এ.এম.
খালেদা জিয়া-লন্ডন ক্লিনেকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। ছবি: সংগৃহীত

লন্ডন ক্লিনেকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে (Richard Beale) বুধবার ৩ ডিসেম্বর সকাল ১০ট ২০ মিনিটে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রামণে অবস্থার অবণতি হলে গত ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে  চিকিৎসা দিচ্ছেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কারযক্রম তদারিক করছেনন। 

যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক  ঢাকায় নেমে হোটেল থেকে দুপুরে এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে। 

এভারকেয়ার হাসাতালের একটি সূত্র জানান, বর্তমানে এই মেডিকেল বোর্ডের সাথে চীনের ১০ সদস্যের  একটি চিকিৎসকর টিমও কাজ করছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসক অধ্যাপক জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দিতে আমেরিকা, যুক্তরাজ্য, চীন,কাতার,  সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়াসহ  আমাদের বন্ধুপ্রতীত অনেকে দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

অধ্যাপক জাহিদ জানান,  খালেদা জিয়ার মেডিকেল বোর্ড  অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল. বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর হাবিবুর রহমান , প্রফেসর  রফিকউদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, যুক্তরাজ্য থেকে প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডাক্তার জুবাইদা রহমান সহ আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিম কাজ করছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী