• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এয়ার অ্যাম্বুলেন্স

কারিগরি ত্রুটিতে বিলম্ব খালেদা জিয়ার লন্ডন যাত্রা

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পি.এম.
এয়ার অ্যাম্বুলেন্স। সংগৃহীত ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিতে কিছুটা বিলম্ব হতে পারে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ‘কারিগরি ত্রুটি’র কারণে উড়াল বিলম্বিত হতে পারে বলে জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। একই তথ্য দেন বিএনপি মিডিয়া সেলের আরেক সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। উড্ডয়ন বিলম্বিত হবে। উড্ডয়নের পরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

জুবাইদা রহমান ঢাকায় পৌঁছাবেন শুক্রবার সকাল

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

ঢাকায় পৌঁছানোর পরই তিনি সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে করে শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পুরো প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে। ফলে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে শুক্রবার সকাল ১০টার পরে যেতে পারে।

প্রস্তুতি জোরদার

বিএনপি সূত্র বলছে, জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পরই এয়ার অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতি চূড়ান্ত করা হবে। এ কারণে যাত্রা বিলম্ব হওয়ার সম্ভাবনা বেশি।

এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান,
“দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালে তাঁকে লন্ডনে নেওয়া হবে। চিকিৎসকদের একটি দলও তাঁর সঙ্গে যাবেন।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের