• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চিরকুট:

কারও প্রতি কোনো অভিযোগ নেই-চবি শিক্ষার্থী সুমন

ক্যাম্পাস প্রতিনিধি    ৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এ.এম.
(চবি) আরবি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক সুমনে-ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক সুমনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে নগরের খুলশী এলাকার মামার বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন তার বড় ভাইয়ের সঙ্গে মামার বাসায় থাকতেন। ঘটনার দিন ভাই কাজে বাইরে ছিলেন। বিকেলে সুমন তাকে ফোন করে বাড়িতে ফেরার সময় জানতে চান। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

বাড়ি থেকে মা একাধিকবার ফোন করেও সুমনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় বড় ভাইকে দারোয়ানকে দিয়ে বাসা চেক করতে বলেন। কলিংবেলে সাড়া না পেয়ে বড় ভাই দ্রুত বাসায় ফিরে দরজা খুলে দেখেন, সুমন ফাঁসিতে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুটি চিরকুটে সুমনের মানসিক অবস্থার কিছুটা ইঙ্গিত মেলে। এর মধ্যে একটিতে তিনি লিখেছেন- ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা-আকাঙ্ক্ষা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।’

খুলশী থানার ওসি শাহীনুর জামান বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ
মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ
মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ