• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির প্রার্থী তালিকায় সুজনের  নাম নেই

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পি.এম.
প্রার্থী তালিকায় নাম নেই সেই রিকশাচালক মোহাম্মদ সুজনের-ছবি-ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জুলাই আন্দোলনের আইকনিক স্যালুট দিয়ে পরিচিত রিকশাচালক মোহাম্মদ সুজন এই তালিকায় স্থান পাননি। ফলে ঢাকা-৮ আসনে তিনি এনসিপির মনোনয়ন পাচ্ছেন না।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

এর আগে, ২০ নভেম্বর ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সুজন। সে সময় সাংবাদিকদের তিনি বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই। আন্দোলনের সময় ওখানেই পরিচিতি পেয়েছি। তাই আমি এই আসন থেকেই নির্বাচন করতে চাই।”

ঢাকা-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা আব্বাস এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত