প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। এর ফলে দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক ১০ম গ্রেডে বেতন পাবেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ৮ম সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় জানানো হয়, রিট পিটিশনের আলোকে ইতোমধ্যে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছে।
এর ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি পদের বেতনও একইভাবে উন্নীত করার প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।
অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগও এ বিষয়ে সম্মতি প্রদান করে এবং সংশ্লিষ্ট পদের বেতনস্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করে। বিস্তারিত পর্যালোচনার পর সভায় সর্বসম্মতভাবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বেতন উন্নীতকরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাদি প্রতিপালনসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
ভিওডি বাংলা/জা







