• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ’লীগের আমল নয়, এবার ভোট হবে নিরপেক্ষ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খামারবাড়িতে এক কর্মসূচিতে বক্তৃতা করছেন-ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন আওয়ামী লীগের সময়ের মতো হবে না, এবার ভোট হবে সম্পূর্ণ নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তনে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই, যেখানে পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করতে হবে।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করছে। কিন্তু বাস্তবে দেশে যত সংস্কার এসেছে, তা বিএনপির হাত ধরে এসেছে। দেশের ভালো অর্জনের পেছনেও বিএনপির ভূমিকা উল্লেখযোগ্য।

বিএনপি মহাসচিব জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন। এছাড়া ১৯৭১-এর প্রজন্মকে নিকৃষ্ট প্রজন্ম বলার এবং ধর্মকে ব্যবহার করে মানুষ বিভ্রান্ত করার চেষ্টা রুখে দিতে হবে।

নির্বাচনের তফসিল ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হয়েছে। মির্জা ফখরুল নেতাকর্মীদের সতর্ক করেন, কে নমিনেশন পেয়েছে বা পায়নি তা নিয়ে ভাবার চেয়ে দলের জয় নিশ্চিত করতে একত্রিত হয়ে কাজ করা জরুরি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আ. লীগের ষড়যন্ত্রের ছক: নাহিদ
হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আ. লীগের ষড়যন্ত্রের ছক: নাহিদ
শহীদ বুদ্ধিজীবী আদর্শে বহু পথের রাজনীতি চাই: তারেক
শহীদ বুদ্ধিজীবী আদর্শে বহু পথের রাজনীতি চাই: তারেক
ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী ঐক্যের আহ্বান, বিএনপির পূর্ণ অংশগ্রহণ
ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী ঐক্যের আহ্বান, বিএনপির পূর্ণ অংশগ্রহণ