• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিদায়ী ২ উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পি.এম.
বিদায়ী উপদেষ্টাদের সঙ্গে ফটোসেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-ছবি: সংগৃহীত

বিদায়ী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী দুই উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা অংশ নেন। পরে প্রধান উপদেষ্টা সবার সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

এর আগে গত বুধবার (১০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা-আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম-পদত্যাগপত্র জমা দেন। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, সমবায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন। আর মাহফুজ আলম দায়িত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে।

তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয় থেকে ৪ কর্মচারীকে গ্রেপ্তার
সচিবালয় থেকে ৪ কর্মচারীকে গ্রেপ্তার
আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন ২ ম্যাজিস্ট্রেট
আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন ২ ম্যাজিস্ট্রেট
সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে ইসির চিঠি
সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে ইসির চিঠি