• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পি.এম.
প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন-ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ জল্পনা-কল্পনা ও আলোচনার অবসান ঘটিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু করেছেন। এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে নির্বাচনি কার্যক্রম শুরু হলো। দেশজুড়ে রাজনৈতিক দল, ভোটার এবং সাধারণ মানুষ জাতীয় নির্বাচনের প্রক্রিয়ায় চূড়ান্তভাবে প্রবেশ করলো।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সিইসি তার ভাষণে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, যাচাই-বাছাইয়ের সময়সূচি এবং প্রতীক বরাদ্দের দিনক্ষণ ঘোষণা করছেন। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয় থেকে ৪ কর্মচারীকে গ্রেপ্তার
সচিবালয় থেকে ৪ কর্মচারীকে গ্রেপ্তার
আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন ২ ম্যাজিস্ট্রেট
আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন ২ ম্যাজিস্ট্রেট
সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে ইসির চিঠি
সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে ইসির চিঠি