• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পি.এম.
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে হাদির পরিবার ও একাধিক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, তিনি বর্তমানে সিঙ্গাপুরে নেওয়ার প্রাথমিক অবস্থায় রয়েছেন। বোর্ডের সদস্য ডা. আহাদ বলেন, ‘ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে। লাইফ সাপোর্টে শ্বাসপ্রশ্বাস চলছে এবং কিডনি কার্যক্রম সচল আছে। তবে মূল সংকট এখন মস্তিষ্কে।’

জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। সফরসঙ্গী হিসেবে তার ভাই আবু বকর সিদ্দীক থাকবেন।

উল্লেখ্য, ওসমান হাদির গুরুতর অসুস্থতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে যোগাযোগ করলে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের সঙ্গে জড়িয়ে আছে দেশের স্বার্থ-সার্বভৌমত্ব সুসংহত রাখার প্রশ্ন
নির্বাচনের সঙ্গে জড়িয়ে আছে দেশের স্বার্থ-সার্বভৌমত্ব সুসংহত রাখার প্রশ্ন
সিইসির অপসারণ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
এনসিপির লইয়ার্স এলায়েন্স সিইসির অপসারণ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
প্রধান উপদেষ্টার মাঝে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাই
প্রধান উপদেষ্টার মাঝে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাই