নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের বস্তাপচা রাজনীতি পরিহার করে নতুন ধারার রাজনীতি শুরু করতে চান তারা। স্বাধীন বাংলাদেশকে আওয়ামী লীগ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী ও একটি দলকে সুবিধা দিতে রাষ্ট্রীয় সব ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল। ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তারা দেশকে ‘শ্মশান বাংলায়’ পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। আমরা অতীতের সেই বস্তাপচা রাজনীতিকে পায়ের নিচে চেপে ধরে এর সমাপ্তি টানতে চাই। নতুন বাংলাদেশের জন্য নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা কোনো দলীয় বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চান। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে তারা কোনো বিশেষ সুবিধা চান না। তবে কমিশন যদি কোনো দলের প্রতি পক্ষপাত দেখায়, তা হলে জনগণ কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
ভিওডি বাংলা/জা





