• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পি.এম.
মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে ৫৪ জন প্যারাট্রুপার আকাশ থেকে জাতীয় পতাকা হাতে অবতরণ-ছবি-ভিওডি বাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্যারাট্রুপাররা আকাশে জাতীয় পতাকা হাতে ঝাঁপ দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে। বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার পর আকাশ থেকে অবতরণ করে এই ইতিহাস গড়েন তারা। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড।

প্যারাস্যুটিং প্রদর্শনীতে অংশ নেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা। অনুষ্ঠানে ফ্লাইপাস্ট মহড়া প্রদর্শন করা হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।

এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং যার মাধ্যমে বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সশস্ত্র বাহিনীর আয়োজনে ড. ইউনূসের অংশ গ্রহণ
সশস্ত্র বাহিনীর আয়োজনে ড. ইউনূসের অংশ গ্রহণ
সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জাতীয় স্মৃতিসৌধ
সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জাতীয় স্মৃতিসৌধ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা