বিজয় দিবসের প্রেরণায় জাতীয় ঐক্য গড়ে উঠেছে

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, মহান বিজয় দিবসের প্রাক্কালে আমি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কৃষিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, উলামা ও সকল শ্রেণী-পেশার মানুষকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া ৯ মাসব্যাপী স্বাধীনতাযুদ্ধের পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয় এবং জাতি বিজয় অর্জন করে। সেইদিনে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
তারেক রহমান শহীদ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, মা-বোনরা বিদেশি শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে যেসব ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি তার শ্রদ্ধা ও সালাম।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেন, নতুন রাষ্ট্রের মর্মমূলে শোষণমুক্ত ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক গণতান্ত্রিক নীতিমালা স্থাপনের প্রত্যয় ছিল। তবে অমানবিক ফ্যাসিস্ট গোষ্ঠী বারবার সেই প্রত্যয়কে মাটিচাপা দিয়ে জনগণের ওপর দমন চালিয়েছে এবং বহুদলীয় গণতন্ত্রকে থামিয়েছে।
তিনি সতর্ক করেন, ১৯৭১ সালের পরও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য শত্রুমুখী পরিকল্পনা এখনও চলছে। বিদেশি শক্তি ও তাদের এদেশীয় এজেন্টরা স্বাধীনতা হুমকির মুখে ফেলছে। একের পর এক প্রহসনের নির্বাচন এবং গণতান্ত্রিক অধিকার হরণের মাধ্যমে দেশের মানুষকে অধিকারহীন করা হয়েছে।
তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট শাসকদের শাসনকালীন সময়ে গণতন্ত্র, বাক ও সংবাদ স্বাধীনতা হরণ করা হয়। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই করা নেত্রীকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছিল। জনগণের ওপর নৃশংস আক্রমণ, হত্যাকাণ্ড এবং মিথ্যা মামলায় কারাবন্দী করে সাধারণ মানুষকে ভীত করা হয়েছে।
তিনি যোগ করেন, মহান বিজয় দিবসের প্রেরণায় জাতীয় ঐক্য গড়ে উঠেছে এবং ২৪ জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে তারা পরাজিত হয়। এই বিজয়ের মাধ্যমে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন আশা জাগে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মানুষের প্রতি আহ্বান জানান, এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার গঠন নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার করতে হবে। তিনি বলেন, বিজয় দিবসে আমরা বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়াই।
তারেক রহমান সমস্ত বিজয় দিবসের কর্মসূচির সাফল্য কামনা করে দেশের মানুষকে একসাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ভিওডি বাংলা/জা




