• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জবিতে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ

জবি প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পি.এম.
বিজয় দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ -ছবি-ভিওডি বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা অঙ্কন ও তা পদদলিত করতে বাধা দেওয়ার প্রতিবাদে ১৯৭১ সালের রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ঘটনাটির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ হোসেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী আমাদের লাখো মানুষকে শহীদ করেছে। সোমবার রাতে পাকিস্তানের পতাকা এঁকে পদদলিত করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও একদল শিক্ষার্থী বাধা দেয়। এর প্রতিবাদেই আজ আমরা রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করেছি।

ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদ আহমেদ বলেন, স্বাধীনতার এত বছর পরেও পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে প্রশাসনের অনুমতি নিতে হবে-এটা অযৌক্তিক। রাতে আমাদের সহপাঠীদের পাকিস্তানের পতাকা আঁকা ও পদদলিত করতে বাধা দেওয়া হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।

এর আগে সোমবার দিবাগত রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা এঁকে পদদলিত করতে প্রশাসনের বাধার প্রতিবাদে শাখা ছাত্রদল উপাচার্যকে অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় উপাচার্যের গাড়ি রাতভর অবরোধ করে রাখা হয়। পরে ভোর পাঁচটার দিকে অবরোধ তুলে নিলে উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাস ত্যাগ করেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যান্সার আক্রান্ত সাবেক ইবি শিক্ষার্থীর পাশে প্লেয়ার্স এসোসিয়েশন
ক্যান্সার আক্রান্ত সাবেক ইবি শিক্ষার্থীর পাশে প্লেয়ার্স এসোসিয়েশন
বাকৃবিতে নতুন নিরাপত্তা রক্ষীদের আনুষ্ঠানিক ইউনিফর্ম হস্তান্তর
বাকৃবিতে নতুন নিরাপত্তা রক্ষীদের আনুষ্ঠানিক ইউনিফর্ম হস্তান্তর
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন