সহায়তা সময়মতো পৌঁছায়নি, গভীরভাবে দুঃখিত: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার রাতে বাংলাদেশের প্রথম সারির দু'টি সংবাদমাধ্যম-দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন, ‘গতকাল রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বারবার আতঙ্কিত ও কান্নাজড়ানো সাহায্যের ফোনকল পেয়েছি। আমার সব বন্ধুদের উদ্দেশে বলতে চাই, আমি গভীরভাবে দুঃখিত যে আপনাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছি।’
তিনি আরও লেখেন, ‘সাহায্য সংগঠিত করার জন্য যথাযথ ব্যক্তিদের কাছে আমি অসংখ্য ফোন করেছি, কিন্তু সেই সহায়তা সময়মতো পৌঁছায়নি।’
শফিকুল আলম জানান, ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন-এমন খবর পাওয়ার পর ভোর পাঁচটার দিকে তিনি ঘুমাতে যান। তবে ততক্ষণে দু’টি সংবাদমাধ্যম দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়।
পোস্টের শেষাংশে দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। একজন সাবেক সাংবাদিক হিসেবে আমি শুধু এটুকুই বলতে পারি-আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি লজ্জায় আমি মাটির নিচে ঢুকে যেতে পারতাম-এমনটাই অনুভূতি আমার।
ভিওডি বাংলা/জা







