• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ রবিউল আলম রবি

ফুল দিয়ে বরণ করে নিলেন কামরাঙ্গীরচর এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পি.এম.
ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ শেখ রবিউল আলম রবি। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ শেখ রবিউল আলম রবি-কে ফুল দিয়ে বরণ করে নিয়েছে রাজধানীর কামরাঙ্গীরচর ৫৫ নম্বর ওয়ার্ড এলাকার নেতাকর্মী ও এলাকাবাসী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে কামরাঙ্গীরচর এলাকায় আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় স্থানীয় এলাকাবাসী বলেন, শেখ রবিউল আলম রবি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং তাদের সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে সোচ্চার ভূমিকা রেখেছেন। তারা আরও বলেন, আগামী দিনে তিনি নির্বাচিত হলে ঢাকা-১০ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

এ সময় শেখ রবিউল আলম রবি ৫৫ নং ওয়ার্ডের বিভিন্ন সাধারণ জনগণের কাছে যান আমার সুখ দুঃখের কথা শুনেন। এবং নির্বাচিত হতে পারলে তাদের সকল সমস্যার সমাধানের জন্য কাজ করবেন বলে আশ্বাস দেন।

ভিওডি বাংলা/এএইচএস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে শহীদ ওসমান হাদির কফিনের পাশে বিশিষ্টজনরা
বিমানবন্দরে শহীদ ওসমান হাদির কফিনের পাশে বিশিষ্টজনরা
তারেক রহমানের গণসংবর্ধনার ভেন্যু পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতারা
তারেক রহমানের গণসংবর্ধনার ভেন্যু পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতারা
নির্বাচন পেছাতে অরাজকতা সৃষ্টির অপকৌশল থাকতে পারে: সালাউদ্দিন
নির্বাচন পেছাতে অরাজকতা সৃষ্টির অপকৌশল থাকতে পারে: সালাউদ্দিন