• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সালমান-দীপু মনিসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার

   ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৭ পি.এম.

আদালত প্রতিবেদক 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিসহ যাত্রাবাড়ী থানার নতুন মামলায় ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ, সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা ৭ আসনের সাবেক এমপি হাজি মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তদন্ত সংস্থার কাছে আসিফ মাহমুদের জবানবন্দি
তদন্ত সংস্থার কাছে আসিফ মাহমুদের জবানবন্দি
‘বিচার বিভাগকে অস্থিতিশীল করতে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল’
‘বিচার বিভাগকে অস্থিতিশীল করতে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল’
আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের সেই মতিউর
আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের সেই মতিউর