• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদারক্রম নিয়ে রিভিউ

   ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২১ পি.এম.

আদালত প্রতিবেদক

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদার ক্রম নিয়ে রিভিউ শুনানিতে সময় নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সকালে তার পক্ষে দুই সপ্তাহের সময় আবেদন করেন আইনজীবী। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এর শুনানির কথা থাকলেও, সময় আবেদনের কারণে তা আর হয়নি। 

এদিকে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারি অ্যাটর্নি জেনারেলরাও তাদের পদমর্যাদা বাড়াতে আবেদন করেছেন, যার শুনানিও একইসঙ্গে ছয় মার্চ হবে। 

এসময় আদালতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের রিভিউ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার নিহাদ কবির। মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন। আর রিভিউ আবেদনে পক্ষভুক্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
মেজর সাদিকের স্ত্রী জাফরিনের আদালতে স্বীকারোক্তি
মেজর সাদিকের স্ত্রী জাফরিনের আদালতে স্বীকারোক্তি
তদন্ত সংস্থার কাছে আসিফ মাহমুদের জবানবন্দি
তদন্ত সংস্থার কাছে আসিফ মাহমুদের জবানবন্দি