• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সাংবাদিক নেতা এমএ আজিজ

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের মহোৎসব বন্ধ করতে হবে

   ৫ মার্চ ২০২৫, ০৭:১৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

সাংবাদিক নেতা এম এ আজিজ বলেছেন, ৫ আগষ্টে ফ্যাসীবাদের পতনের পর অনেক সাংবাদিক পালিয়েছে, যা অতীতে কখনো ঘটেনি। মুক্তিযুদ্ধের পর জনগণের আকাঙ্ক্ষায় দেশ গঠনের পরিবর্তে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলেছে দূর্নীতির মহোৎসব। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের সকল পথ বন্ধ করতে হবে।

বুধবার ৫ মার্চ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র উদ্যোগে আয়োজিত মাসব্যাপী গণইফতারের চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা সম্পাদক ফয়সাল মনির এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক। এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন ও সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ ) শাহজাহান ব্যাপারী। 

এম এ আজিজ বলেন বলেন, এদেশের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণের নিকট ফিরে দেওয়ায় রাজনীতিই এবি পার্টি করে আসছে। ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো বৈষম্যের কারণে এখনও আমরা বৈষম্যের মধ্যেই আছি।

আগামী নির্বাচনে গণইফতারে উপস্থিত জনতাকে সৎ নেতা বেঁছে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনাদের খাদ্য নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কিন্তু আজ এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে এসব দায়িত্ব পালন করতে হচ্ছে। আগামীতে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এমন দল ও নেতাকে ভোট দিবেন। আর কোন চোর বাটপারকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো যাবেনা । 

নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেন, ইসলামে সাম্য, সমতার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এবি পার্টিও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে আগামীর রাষ্ট্র গড়তে চায়। প্রতিকূল পরিস্থিতির শত বাঁধা পেরিয়ে ধীরে ধীরে জনপ্রিয় দল হয়ে উঠছে এবি পার্টি। বিগত ফ্যাসিবাদের বিপক্ষে এবি পার্টির সাহসী সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন তিনি।

গণ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, উত্তরের সদস্য সচিব সেলিম খান, মহানগর দক্ষিনের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, কেন্দ্রীয় সহকারী শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ফয়সাল মনির, যুবপার্টির মহানগর দক্ষিণের আহবায়ক মাহমুদ আজাদ, দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, আমেনা বেগম, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহঃ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, ইকবাল হোসাইন, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার